আবু হানিফ পাকুন্দিয়া :-পুঁজিবাদী প্রেম ও ভালোবাসার নামে অশ্লীলতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সিঙ্গেল কল্যাণ সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখা নামের একটি সংগঠন।
১৪ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া সরকারি কলেজের সামনে থেকে এ মিছিল বের করা হয়। পরে পাকুন্দিয়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পাকুন্দিয়া সরকারি কলেজের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
বাংলাদেশ সিঙ্গেল কল্যাণ সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার ব্যানারে সভাপতি আল জাবের ইয়ামিন, সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান সৌরভের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে মিছিলে থাকা যুবকরা পুঁজিবাদী প্রেম ও ভালোবাসার নামে অশ্লীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ধরেন।
বাংলাদেশ সিঙ্গেল কল্যাণ সমিতি পাকুন্দিয়া উপজেলার শাখার সভাপতি আল জাবের ইয়ামিন জানান,যারা ১৪ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেমের নামে অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে এবং পবিত্র প্রেমকে পুঁজি করে অবৈধ কাজ করছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।