মোঃশহিদুল ইসলাম,
আজ ১২ই ফেব্রুয়ারি রোজ
সোমবার, জাতীয় সাংবাদিক সংস্থা তারাইল উপজেলা ইউনিটের পক্ষ থেকে, যথাযত মর্যাদায় ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি কেক কেটে পালন করা হয়।
আবুল কালাম ভূঁইয়ার সঞ্চালয় মাধ্যমে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি শুরু করেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সম্মানিত সদস্য জনাব আমিরুল ইসলাম খান ভাবল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, চেয়ারম্যান তারাইল উপজেলা পরিষদ, এছাড়াও উপস্থিত ছিলেন এম কে জামান সম্রাট সদস্য কিশোরগঞ্জ জেলা পরিষদ, প্রধান অতিথির বক্তব্য বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা হল একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠনটি সারা দেশেই সাংগঠনিকভাবে অবস্থান করছেন। জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিকদের অধিকার নিয়ে দীর্ঘ ৪৩ বছর যাবত, বিভিন্ন সময়ে কথা বলে যাচ্ছেন, আমরাও চাই সাংবাদিকরা যেন আত্মমর্যাদা সম্মান নিয়ে চতুর্থ স্তম্ভ হিসেবে চলতে পারেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, আড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান,এম কে জামান সম্রাট, সদস্য কিশোরগঞ্জ জেলা পরিষদ। তাড়াইল উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সবাই উপস্থিত ছিলেন, তারপর সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে, অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।