মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটায় প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার স্কুল সংলগ্ন মাঠে আনন্দঘন পরিবেশে গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উক্ত স্কুলের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন খোকনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শারমিন আক্তার ও আরিফুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, গচিহাটা পুুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুর রাজ্জাক, ফারুকুর রহমান ফারুকসহ অভিভাবক, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুলে শিক্ষণার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে।
প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর বলেন, গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলটি ২০১৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্টিত হয়েছে। এ বিদ্যালয়ে বাংলা ও ইংরেজী ভার্সনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ছাত্র/ছাত্রীদের প্রয়োজন ও চাহিদাকে মাথায় রেখে এবং শিক্ষা ও বিনোদনে গচিহাটা বিদ্যানিকেতন যাতে কিশোরগঞ্জ জেলা তথা সারাদেশে একটি রুলমডেল হয়ে থাকে, সে লক্ষ ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যাদের মাতৃ স্নেহে ছাত্র/ছাত্রী টেকসই ও সার্বজনীন শিক্ষায় পারস্পরিক উৎসাহ-উদ্দীপনা ও নিরাপত্তাসহ মানসম্মত একটি শিখন পরিবেশ বজায় থাকবে। আমি আপনাদের সার্বিক সহগযোগিতায় কামনা করি।
অভিভাবকগণ বলেন মানসম্মত পাঠদানের লক্ষ্যেই গচিহাটা বিদ্যানিকেতনের যাত্রা। যাত্রার শুরু থেকেই প্রতিষ্ঠানটি এলাকার বাসীর নজর কেড়েছে। এলাকার শিক্ষা উন্নয়নে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশা করেন।
পরে উপস্থিত অতিথিদের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.