মোস্তফা শাওন
কিশোরগঞ্জে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল, শাড়ি, লুঙ্গি, বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩ঃ০০ টায় বাসুদদিয়া স্বল্প মারিয়া সংস্থার কার্যালয়ে গরিব অসহায় মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ মাহমুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোঃ ইসমাইল হোসেন,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
মোঃ মতিউর রহমান (মলাই বেপারি) কার্যকরী সদস্য শিউলি মাহমুদ ও মনিরা বেগম প্রমুখ।
প্রধান অতিথি মোঃ খাইরুল ইসলাম বক্তব্যে বলেন
শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।
একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।
সভাপতি মোহাম্মদ আবু সাঈদ মাহমুদ বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এলাকার গরিব অসহায় মানুষদের হাতে কম্বল শাড়ি লুঙ্গি তুলে দেওয়া হয়, এ সময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.