ফারজানা আক্তার, স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের ভৈরবে দূর্জয় মোড় সহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাদাঁবাজি করে আসছে একটা মহল।বুধবারে হাটের দিন ক্রেতাদের মালামের বস্তা আটক করেও পৌরসভার নামে চাঁদাবাজি করে এই মহল।
৭ ফেব্রুয়ারী সকাল সারে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জন আসামীকে নগদ অর্থ ও মোবাইল ফোন সহ গ্রেফতার করেন ভৈরব র্যাব-১৪ এর সিপিসি-২ ।
গ্রফতারকৃতরা হলেন, উপজেলার জগন্নাতপুর দক্ষিণ পাড়ার মোঃবিল্লাল হোসেন এর ছেলে আল আদিন(৪০),কমলপুর বাস্টেন্ডের মৃত মুজিবুর রহমান এর ছেলে মো: রাসেল মিয়া (২৬), লক্ষিপুরের মৃত হুমায়ুন কবিরের ছেলে মো:রোমান মিয়া(৩৭), এবং বাঘাইকান্দির মৃত চুন্নু মিয়ার ছেলে মো:পারভেজ মিয়া( ২৬) ও ইলিয়াস মিয়ার ছেলে মো:রুবেল মিয়া (৩৩)।
জানা যায়,তারা অটো রিক্সা ও সিএনজি সহ বিভিন্ন যান বাহন আটক করে ৪০/৫০ টাকা করে চাদাঁ আদায় করেন।
বেশ কয়েজন সিএনজি চালকের সাথে কথা হলে তারা জানান, যাত্রী নিয়ে প্রতি চক্করে ২০০ টাকা ভাড়ার মধ্যে পৌর টেক্স, মালিকের ভাড়া, এরই মধ্যে চাদাঁবাজদের চাদাঁ দিলে আমাদের সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়।
ভৈরব র্যাব-১৪ সিপিসি -২ এর ক্যাম্প কমান্ডার ল্যাপ্টেনেন্ট ফাহিম ফয়সাল জানান, চাদাঁবাজদের প্রতি কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় এ অভিযান অভ্যাহত থাকবে।