আবু হানিফ পাকুন্দিয়া :
কিশোরগঞ্জের জেলা পাকুন্দিয়াউপজেলা হতদরিদ্র ভিক্ষুকদের নিয়ে বিট পুলিশ সভা করেছে পুলিশ। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় পাকুন্দিয়া থানা সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাকুন্দিয়া উপজেলা ভিক্ষুক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক রুপা মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো উপস্হিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, হতদরিদ্র ভিক্ষুকরাও সমাজের অপরিহার্য অংশ। সমাজের প্রায় সর্বক্ষেত্রেই ভিক্ষুদের বিচরণ রয়েছে। ভিক্ষুকদের বাদ দিয়ে সমাজের সর্বাঙ্গিণ উন্নয়ন সম্ভব নয়। পাকুন্দিয়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় ভিক্ষুকদের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে ভিক্ষাবৃত্তির প্রবণতা হ্রাস করা যায় সে লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন ও নিজেদের নিরাপত্তার জন্য রাস্তা বাদ দিয়ে বিকল্প পন্থা অবলম্বন করার পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও ভিক্ষুকদের নিজস্ব, পরিবারের ও তাদের সামনে ঘটে যাওয়া সামাজিক বিভিন্ন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.