সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণা জেলায় নদী খনন কাজে তিতাস গ্যাসের লাইন কাটা পড়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন নেত্রকোণাবাসী। বিকেল থেকে রান্না বন্ধ। খাওয়া-দাওয়ার সমস্যা সৃষ্টি হয়েছে। অনেকে হোটেল থেকে খাবার কিনছেন কেউবা শুকনো চিড়ামুড়ি কিনছেন। সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকটে পড়েছেন সিএনজি সহ সিএনজিচালিত পরিবহন চালকরা।
বিকাল থেকে নেত্রকোণা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। । বাসাবাড়ির রান্নার কাজ ব্যাহত হচ্ছে। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছে ।
আজ শুক্রবার ( ০২ ফেব্রুয়ারী ) বিকাল ৪ টা থেকে
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকার চর মৈলাকান্দায় সোয়াইর নদীতে পানি উন্নয়ন বোর্ডের অধীনে খনন কাজে খনন যন্ত্রে তিতাস গ্যাসের লাইন কাটা পড়ায় শ্যামগঞ্জ বাজার থেকে সারা জেলায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, নেত্রকোণার পূর্বধলার উপজেলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সোয়াইর নদীর খনন কাজ চলমান অবস্থায় শুক্রবার বিকেল চারটার দিকে ওই এলাকার চর মৈলাকান্দা গ্রামে নদী খনন করার সময় খননযন্ত্রে লেগে তিতাস গ্যাসের লাইন কেটে যায়।
জেলা শহরের জয়নগর এলাকার প্রণব রায় রাজু ও কুড়পাড়ের সাংবাদিক সৈয়দ সময় বলেন, হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় সন্ধ্যা থেকে আমাদের রান্না বন্ধ। খাওয়া-দাওয়ায় সমস্যা হচ্ছে। হোটেল থেকে খাবার কিনে এনেছি, কখন পুনরায় গ্যাস সরবরাহ চালু হয় সেই অপেক্ষায় আছি। কর্তৃপক্ষের আরও সতর্ক হয়ে খনন কাজ করা প্রয়োজন ছিল বলেও জানান তারা।
কুরপাড় এলাকার মুনসুরুল মাসুদ জানান, রাতে কোনভাবে খেয়েছি, কাল থেকে খাওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে, আমরা গ্রাহকরা পড়েছি বিপদে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি খুব শীগগির সমাধান করবেন।
এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জেলা শহরে মাইকিং করে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নেত্রকোণা তিতাস গ্যাস অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলজার জানান, লাইনটি কাটা পড়ার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনটি সংস্কারে কাজ করা হচ্ছে। শনিবার ( ০৩ ফেব্রুয়ারি) সকালের মধ্যে লাইনটি সংস্কার সম্ভব হবে বলেও জানান তিনি।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোওয়ার জাহানও বলেন, আগামীকাল শনিবার সকালের মধ্যে লাইন স্বাভাবিক হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.