মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের সাথে আলোচনা ও মত বিনিময় করেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মাননীয় সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন।
শনিবার সকাল ১০টায় কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্তত্বরে অনুষ্ঠিত দলিল লেখকগণের সাথে আলোচনা ও মত বিনিময় সভায় প্রবীণ দলিল লেখক কাজী মস্তোফা কামাল নান্দু সরকারের সভাপতিত্বে ও দািলল লেখক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাইনুল হক মেনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মাননীয় সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোস্তাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিলন, কটিয়াদী সরকারী কলেজের সাকেক জিএস জহিরুল ইসলাম বাবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাংসদ ডা. আব্দুল মান্নানের পিএস ও আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. সোহরাব উদ্দিন এমপি বলেন, দলিল লেকক সমিতি একটি পেশাজীব সংগঠন। এ কমিটি গঠনের নির্বাচনে বহিরাগতরা এসে হামলা ভাংচুর করবে, এটা মেনে নেওয়া যায় না। এখানের আবার সুন্দর, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হবে, প্রয়োজনে নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি কটিয়াদী উপজেলা এস.আর অফিস দলিল লেখক সমিতিতে সৃষ্ঠ সমস্যা সমাধানের লক্ষে আগামী ১৫ দিনের মধ্যে সকল সদস্যগণের অংশ গহণের মাধ্যমে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলিল লেখক সমিতির কার্য নির্বাহী কমিটি গঠন করার জন্য কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রার এস.এম রুবেল পারভেজকে মুটোফোনের মাধ্যমে দায়িত্ব প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.