মোঃ সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার হোসেনপুর:
মৃত্যুর আগেই নিজেই নিজের কবরস্থান তৈরি করে সেখানে বসবাস করছেন মোহাম্মদ আলী নামের শতবছর বয়সী এক বৃদ্ধ। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে। তার ইচ্ছে মৃত্যুর পর এখানেই যেন তাকে দাফন করা হয়।
শনিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় তার বাড়ির সামনে একটি ছোট মাজার তৈরী করে সেখানেই বসবাস করছেন। সংসার ত্যাগী হয়ে গত তিন দিন ধরে বসবাস শুরু করেছেন। মোহাম্মদ আলী দয়াল ফকিরের এ কাণ্ড নিয়ে এর মধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে।
জানা যায়,তিনি ৭০ বছর আগে গাজীপুরের চাঁনপুরের আব্দুস সামাদ খন্দকার চাঁনপুরি নামেন এক পীরের কাছে মুরিদ হয়েছিলেন। পীরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবর স্থান নির্মাণ করেছেন। শতবছরের এই বৃদ্ধ দয়াল ফকির ১ ডজন ছেলেমেয়ের পিতা।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, মাজার তৈরী করে তিনি সেখানেই বসবাস করছেন। এক পীরের মুরিদ হয়ে তিনি এখানে মাজারটি তৈরী করেছেন।
মোহাম্মদ আলী দয়াল বলেন, মৃত্যুর পর আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। আমার পীর সাহেবই আমাকে মাজার তৈরী করতে বলেছেন। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে জায়গা নির্ধারণ করে রাখছি।