প্রতিনিধি ভৈরব ॥
কিশোরগঞ্জের ভৈরবে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উদ্ধোধন হয়েছে। আজ মঙ্গলবার (৩০জানুয়ারি ২০২৪) সকাল১০টা সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, গোলাম মুর্শেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আলোচনার মাধ্যমে বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম,গোলাম মুর্শেদ, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মাসুদ রেজা, উপজেলা মাধ্যমিক অফিসার আবু ওবাইদা আলী,উপজেলা একাডেমি সুপারভাইজার সপ্না বেগম, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান বলেন, বর্তমান ডিজিটাল যুগ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির যুগে এ প্রজন্মের ছেলে মেয়ের যদি নিজেকে প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারে তাহলে অনেক পিছিয়ে পড়বে। বর্তমান যে যুগে বসবাস করছি, এই ডিজিটাল রেবুলেশন টিকে থাকতে হলে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে বলে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.