মোঃ জিয়াউর রহমান
সারাবেলা করে খেলা
পড়ানাই তোর খোকা !
মায়ে বকে বাপে বকে
যায় না তারে রুখা।
খোকা কহে কি করব
স্কুলে ক্লাস নাই,
কাজ ছাড়া ভাল্লাগে কি
তাইতো খেলতে যাই।
বাপ-মায়ে চিন্তা করে
কি বলবে তারে,
এমন করে ঘুরলে সোনা
বখাটে হতে পাড়ে !
একবার যদি নেশা ধরে
খোকার জীবন শেষ,
ছেলে নিয়ে বাপ-মায়েতে
ঝগড়া চলে বেশ।
হয়গো যদি কিশোর গ্যাং
অবুঝ আমার ছেলে,
পথ হারালে যায় কি ফেরা
কতই ভাবনা খেলে।
পাঠশালা কি পাঠের শুধু !
কিশোর কেয়ার সেন্টার,
হাট-বাজারের মন্দ গুলো
রাখে সরিয়ে তার।
ছুটা গরু এদিক-সেদিক
যেমন ক্ষতি করে,
কিশোর মানে দুরন্ত পনা
তেমনি পথ ধরে।
নানা রকম বায়না তাদের
মানা করা যায়না,
স্কুল-পড়ায় থাকলে তারা
এমন সুযোগ পায়না।