হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জ জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়র আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ ২০২৩- ২৪ এর আওতায়, কিশোরগঞ্জ জেলা
সিনিয়র তথ্য অফিসার মোঃ সামছুল হক এর সভাপতিত্বে ও জেলা সহকারী তথ্য অফিসার রায়হানুল আলমের সঞ্চালনায় কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আদর্শের আইকন এনামুল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,
কার্তিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ গোলাপ মোস্তফা , জাতীয় দৈনিক ভোরের আকাশ ও এসটি বাংলা টিভির স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল সহ নারী অভিভাবক বৃন্দ।
জেলা তথ্য অফিসার মোঃ শামছুল হক বলেন, প্রতিটি মা যদি সকাল -সন্ধ্যা এক ঘন্টা সময়, সন্তানের প্রতি লক্ষ্য রাখেন এবং বই খাতা কলম স্কুলে যাওয়ার সময় গুছিয়ে দেন, সেটা শিক্ষা ক্ষেত্রে মায়ের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ নিয়মিত স্কুলে আসে এবং ,যুগ সূত্রের মাধ্যমে শিক্ষার হার ৭৮% থেকে দ্রুত বৃদ্ধি করে শতভাগ আশা করা যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান বলেন, বেশিরভাগ সময় বাবার তুলনায় মায়ের কাছেই সন্তানেরর অবস্থান করে থাকে শিক্ষা ক্ষেত্রে মা যদি যথাযথ ভূমিকা পালন করে
তবেই সরকারের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করা যাবে। সরকারের একা পক্ষে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় সেই ক্ষেত্রে সকলের সহযোগিতারএকান্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.