নিজস্ব প্রতিবেদক
নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মো. শহিদুল ইসলাম খোকন সাংগঠনিক সম্পাদক ও প্রকৌশলী কামরুল হাসান বাদল অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞা। এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান।
সংগঠনের সদস্য এডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলালের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা)কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ খালেকুজ্জামান, সংগঠনের সদস্য মো. রুহুল আমিন, মিজানুর রহমান রিপন, সাংবাদিক আলী রেজা সুমন, মো. আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কণ্ঠশিল্পী মো. আবুল হাসেমকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন- সমাজকর্মী ও রাজনীতিক মো. আবদুর রহমান রুমী ও সাংবাদিক প্রদীপ কুমার সরকার। প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল হাসেম উপস্থিত সকল সদস্যেদের সম্মতিতে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এই ৪টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.