রিম্পি রানী শুক্লবৈদ্য, শাল্লা প্রতিনিধি।
শাল্লায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলায় প্রথম স্থান অর্জন করেছে উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গিরিধর উচ্চ বিদ্যালয়।
সোমবার সকাল ১০ টায় উপজেলা গণমিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা,বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আহসান ।
এ উপলক্ষে বেলা ১২ টায় প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আহসানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমুখ।
মেলায় ৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি কলেজ স্টলে অংশ গ্রহন করে। শিক্ষা প্রতিষ্ঠানের এসব স্টলে বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী বিষয় প্রদর্শন করেন শিক্ষার্থীরা। সভা শেষে অতিথিরা প্রথম স্থান অর্জনকারী গিরিধর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাত চন্দ্র দাস ও মিথুন কান্তি সাহার উপস্থিতিতে মেলায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী একা রানী রায়,প্রশান্ত দাস, অর্নব রায়,রাহুল রায়, পৃয়াস দাসের হাতে পুরস্কার তুলে দেন।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন চৌধুরী সহ সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটি কর্তৃপক্ষ কে অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.