সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জের বাজিতপুরে গভীর রাতে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বাজিতপুরের সরারচর রেলস্টেশন, সরারচর বাজার, ভাগলপুর রেলস্টেশন, ভাগলপুরের রশি মার্কেট, বাজিতপুর বাজারে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থ ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির ২ শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
এ সময় ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মোস্তফা কামাল এবং বাজিতপুর শহর পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক কামাল হোসেন, বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিক, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দৈনিক আমার কাগজ পত্রিকার সাংবাদিক মো. ফারুক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আব্দুল ছালিম উপস্থিত ছিলেন।
মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ’এই বছর বাজিতপুরে দশ হাজার কম্বল বিলি করা হয়েছে চেয়ারম্যান মেম্বার নেতাদের দিয়ে । তারা তাদের আত্মীয় স্বজন বড় নেতা ছোট নেতাদের দিয়ে সমাপ্ত করেছে। আমি দেখেছি এক নেতার ফ্লোরে সরকারি কম্বল বিছানো । অথচ অনেক সত্যিকারের অসহায় দুস্থ কম্বল পাইনি । বাজিতপুর সার্কেলের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই খানে প্রকৃত দুঃস্থ অসহায় মানুষ কম্বল পাচ্ছে ।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ’গত কয়েক দিন ধরে বাজিতপুরে প্রচণ্ড শীত ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এই শীতে রেল স্টেশনে, বাজার গুলোতে অনেক কষ্টে রাত যাপন করছেন। ছিন্নমূল ও গৃহহীন অনেকের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমি গত বেশ কিছু দিন ধরে বাজিতপুরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । আশা করছি এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।’
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.