হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভূঞা শাহিন এর সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,
কিশোরগঞ্জ তাড়াইল-করিমগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলের চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব মুজিবুল হক চুন্নু এমপি।
উপস্থিত ছিলেন, তাড়াইল- করিমগঞ্জের জাতীয় পার্টির রাজনৈতিক সমন্বয়কারী আমিনুল ইসলাম খান বাবলু।
উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন,উপজেলা ভূমি অফিস কর্মকর্তা মাস্তুরা আমিনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূর জাহান বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সদস্য একে এম জামান সম্রাট, তাড়াইল থানা ওসি মনসুর আলী আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক আকন্দ।
আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার সরকারি কর্মকর্তা বৃন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উক্ত আলোচনা সভায় মুজিবুল হক চুন্নু এমপি বলেন,বিগত ১৫ বছরে তাড়াইল - করিমগঞ্জে যে উন্নয়নের কাজকর্ম হয়েছে তা স্বাধীনতার পর আর কোন এমপি মন্ত্রী করেননি।
এটি একটি বিরল দৃষ্টান্তস্বরূপ।
এবারও যখন সাধারণ মানুষের আন্তরিকতায় এবং ভোটে নির্বাচিত হয়েছি,, সেই ক্ষেত্রে আরো পাঁচ বছর উন্নয়নমূলক কাজকর্মের সুযোগ পেয়েছি।
তিনি সকল সরকারি কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন,
তাড়াইল -করিমগঞ্জে কোন ধরনের করাপশন দুর্নীতি প্রশ্রয় দেবেন না।
তিনি আরও জোরালো ভাবে সকলকে আল্টিমেটাম দেন , কেউ দুর্নীতি করার চিন্তাভাবনা থাকলে এখন থেকে সাবধান হয়ে যান অন্যথায়, প্রয়োজনে তাড়াইল- করিমগঞ্জ ত্যাগ করেন। নতুবা অন্য জায়গায় চলে যান । ওখানে থেকে দূর চিন্তা করে কোন লাভ নাই।
যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমি ফাইটিং করবো এবং সরকারের কাছে রিপোর্ট দেব।
তিনি আরও অঙ্গীকার করেন, একটি হারাম টাকা খাওয়ার আগে যেন আল্লাহতালার তার মৃত্যুতে দেয়।
তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সব জায়গায় সুষ্ঠু হয়নি, যে কয়টিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে তার মধ্যে সেটি হয়েছে তাড়াইল করিমগঞ্জ ০৩ আসনে।
আমি একজন সৎ মানুষ অতএব, দলবল নির্বিশেষে সকলকে নিয়ে মিলেমিশে উন্নয়নমূলক কাজ করতে চাই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.