ডেস্করিপোর্ট :
কিশোরগঞ্জ কুলিয়ারচর থানা এলাকার মো: আজগর আলী লিটন @ ডাকাত লিটনকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফাতর করল কুলিয়ারচর থানা পুলিশ।
গতকাল (২৪/০১/২০২৪ খ্রি:) বিকেল ১৫:৪৫ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন হাজারিনগর খালপাড় এলাকা থেকে কুলিয়ারচর থানার এসআই দেব দুলাল দে এর নেতৃত্বে একটি টিম কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত মো: আজগর আলী লিটন @ লিটন (৫০), পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- মধুয়ারচর, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ কে গ্রেফতার করে । পরবর্তীতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশে অফিসার ইনচার্জ জনাব সারোয়ার আলম, এসআই দেব দুলাল দেসহ একটি চৌকস টিম লিটন ডাকাতের সহযোগীদের ধরতে অভিযান পরিচালনাকালে কুলিয়ারচর থানাধীন মধুয়ারচর এলাকায় লিটন ডাকাতের মালিকানাধীন ফিশারিজের পাহারা দেয়ার একচালা টিনের ঘরে সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড লাল রঙের .১২ বোর পাইপগানের কার্তুজ (লিডবল) উদ্ধারপূর্বক জব্দতালিকামুলে জব্দ করেন। এ ঘটনার প্রেক্ষিতে কুলিয়ারচর থানার মামলা নং ১৯, ধারা 19A, The Arms Act, 1878 রুজু করা হয়েছে। ধৃত আসামির নামে ইতোপূর্বেও অস্ত্র মামলাসহ মোট ০৭টি ডাকাতি, ছিনতাই ও অন্যান্য মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.