ডেস্করিপোর্ট :
পুলিশের চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারককে গ্রেফতার করেছে ইটনা থানা ও কিশোরগঞ্জ ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ ও ইটনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক মো. আব্দুল্লাহ আল মামুনকে অদ্য ২৫/০১/২০২৪ খ্রি. ১৬.১৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন নীলগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এর আগে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ধনপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো: আব্দুল কাদির এর অনার্স পড়ুয়া ছেলে মো: কাউসার মিয়া (২১) প্রতিবেশি মোঃ আব্দুল্লাহ আল মামুন (৫৫), পিতা- মৃত জনাব আলী, সাং- চরপাড়া, ইউনিয়ন- ধনপুর, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ বিরুদ্ধে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশে চাকরি দেওয়ার কথা বলে গত ১৫/০১/২০২৩ খ্রি: অভিযুক্ত মো: আব্দুল্লাহ্ আল মামুন অভিযোগকারী কাউসার মিয়াকে ৪,৫০,০০০/- (চারলক্ষ পঞ্চাশ হাজার) টাকার বিনিময়ে পুলিশের চাকুরি পাইয়ে দেয়ার গ্যারাণ্টি দেয়।অভিযোগকারী মো.কাউসার মিয়া অভিযুক্ত মো.আব্দুল্লাহ আল মামুনের কথায় বিশ্বাস করে তার পরিবারের লোকজনকে রাজি করিয়ে জমি বন্ধক, গরু বিক্রি ও ঋণ করে ১ম ধাপে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গত ২৫/০১/২০২৩ তারিখ অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে তার নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ২ লক্ষ টাকা, সর্বমোট ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অভিযোগকারী অভিযুক্তকে দেয়। পরবর্তীতে যথানিয়মে চাকরির পরীক্ষার পর চাকরি না হওয়ায় অভিযোগকারী টাকা ফেরত চাইলে অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুন ২/৩ দিনের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দেয়। এরপর অভিযোগকারী মো.কাউসার একাধিকবার যোগাযোগ করে টাকা ফেরত পেতে ব্যর্থ হয়। কিছুদিন পর এলাকার স্থানীয় শালিসের মাধ্যমে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও অভিযুক্ত মামুন টাকা ফেরত দেয়নি। গত ১৫/০১/২০২৪ খ্রি. রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় অভিযোগকারী কাউসার অভিযুক্তের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাওয়ায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন টাকা নেওয়ার কথা অস্বীকার করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও ভবিষ্যতে টাকা চাইলে হাত-পা ভেঙ্গে দেয়ার প্রকাশ্য হুমকি দেয়। অভিযোগকারী প্রতিবাদ করায় অভিযুক্ত মামুন তাকে মারতে উদ্যত হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযোগকারী কাউসারকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মো: কাউসার মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে ইটনা থানার মামলা নং ০৯, তারিখ- ২৫/০১/২০২৪ খ্রিঃ, ধারা- ৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আসামি মোঃ আব্দুল্লাহ আল মামুন (৫৫), পিতা- মৃত জনাব আলী, সাং- চরপাড়া, ইউনিয়ন- ধনপুর, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ ও ইটনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অদ্য ২৫/০১/২০২৪ খ্রি. ১৬.১৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন নীলগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইটনা থানার এসআই মোস্তাফিজুর রহমান ধৃত আসামির নিকট হতে নগদ ৭০,০০০ (সত্তর হাজার) টাকা উদ্ধার করে জব্দতালিকামূলে জব্দ করে হেফাজতে নেন।গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল্লাহ আল মামুনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.