সায়েমা জামান (রাবিয়া)
শীত শীত শীত
এসেছে শীত কার্তিকের এই শেষ বেলা,
হেমন্ত ফুরিয়ে আগুন পেরিয়ে
নিয়ে এসেছে শীতল মেলা।
বলছে শীত
আর কতদিন আগুনে পুড়বি বল
দুই -তিন মাস আমার সাথে আড্ডা দিবি চল।
থাকবি আমার কুয়াশা চাদর মুড়ে
দেখবি তোদের আনন্দ এসেছে ফিরে।
গরম তোদের অসহ্য লাগে বলে
শীতল হাওয়া নিয়ে এসেছি চলে।
রাখবো তোদের মন,করবো আপন
চলে যাওয়ার পর বুঝবি বেদনা কেমন!
গ্রীষ্মের রোদ্দুর যখন
দেবে তোদের পুড়িয়ে,
অনুভব করবি তখন আমায়, বলবি
শীত থাকলে নিতাম গায়ে জড়িয়ে।
তাই ,
সাদরে এখন আমায় করে নে বরন
হয়ে থাকি কয়েকমাস সবার আপন।
ভালোবেসে নে আমায়
তোদের গায়ে জড়িয়ে,
রাখবো তোদের যত্নে, আমার
কুয়াশা চাদর মুড়িয়ে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.