1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

নেত্রকোনায় ট্রাফিক ইন্সপেক্টর ও টিএসআই কে প্রত্যাহার

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পড়েছে

সৈয়দ সময় , নেত্রকোনা :

গত ২২ জানুয়ারি ‘২৪ সোমবার নেত্রকোনা শহরে কুড়পাড় এলাকায় ট্রাফিক পুলিশ টিএসআই আকবর হোসেন এর সঙ্গে সিএনজি চালকদের হাতাহাতি ঘটনা ঘটে।
আকবরের নেতৃত্ব ও টিআইয়ের নির্দেশনায়
শ্রমিকদের হয়রানি ও লাঞ্ছিত করে। এ সময় আকবর হোসেন ও কয়েকজন শ্রমিক আহত হয় বলে জানা যায়। পরে রাতেই টিএসআই আকবর হোসেন বাদী হয়ে সিএনজি ও অটো চালক ইউনিয়নের ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/২৫ জন শ্রমিকের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করে ।
গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকার শ্রমিকরা জড়ো হয়ে কুড়পাড় শ্রমিক ইউনিয়ন অফিসে সমেবেত হয় । সকাল ১০ টা থেকে বিশাল মিছিল নিয়ে পৌরসভার সামনে রাস্তায়
বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। রাস্তায় বসে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

নির্যাতিত শ্রমিক অবরোধ থেকে জানা যায় , ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস ও টিএসআই আকবর হোসেন নেত্রকোনায় বহুদিন ধরে শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি , মামলা দায়ের , লাঞ্ছনা অসদাচরন আচরন , চাঁদাবাজি করে আসছে এবং নারী টিএস আই লাইলী আক্তার ও কিছু সংখ্যক ট্রফিকের মাধ্যমে মামলার নামে শ্রমিক ও বিভিন্ন পেশার মোটর গাড়ী,হোন্ডা,বাইক মালিকদের হয়রানি ও বিভিন্ন সময় লাঞ্ছিত করে আসছে। এ ছাড়াও শ্রমিকদের কাছ থেকে অবৈধ্যভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে বলে উপস্থিত পৌর মেয়র, পুলিশ প্রশাসনের সামনে সাংবাদিকদের কাছে ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করে ভুক্তভোগী শ্রমিকরা। এ সব কথা বলে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানায়। শ্রমিকদের কষ্ঠের কথা শুনে নেতৃবৃন্দ দুঃখিত ও লজ্জিত বোধ করেছেন।
একজনের নামে একাধিক মামলা টুকে দেয়। যা অসহায় শ্রমিকরা বলতে সাহস পায় না। এরি প্রতিবাদে ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ টিআই মৃদুল রঞ্জন দাস ও টিএসআই আকবর হোসেন কে নেত্রকোনা জেলা থেকে অপসারণের জোর দাবী তুলে নেত্রকোনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন এবং নেত্রকোনা ব্যাটারী চালিত অটো মিশুক সমবায় সমিতির হাজার হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ গ্রহণ করে ।মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল শেখ , সাবেক সভাপতি মো নজরুল ইসলাম , শ্রমিক নেতা আল আমীন , মিশুক চালক সমবায় সমিতির সভাপতি মো রাসেল মিয়া , সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, সাফায়েত মিয়া সহ সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। ঘন্টা দুয়েক যান চলাচল বন্ধ থাকায় পথচারী ও ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল )
শাহ শিবলী সাদিক ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আবুল কালাম
পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও
রাস্তায় অবরোধ ব্যারিকেট সরানোর চেষ্টা করে ব্যর্থ হয় , এতে শ্রমিকদের মাঝে আরো উত্তেজনার সৃষ্টি হয়।

আন্দোলন উত্তেজনা দেখে পৌর ভবন থেকে নেমে এসে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো নজরুল ইসলাম খান অবরোধ স্থলে শ্রমিকদের দাবী ও আন্দোলনের কথা শুনেন । পৌর মেয়র এর মধ্যস্থতায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) , মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , শ্রমিক নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের নিয়ে পৌর প্রাঙ্গণে কয়েক দফা আলোচনার
মাধ্যমে নেত্রকোনার সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা
আশরাফ আলী খান খসরু , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো শামছুর রহমান লিটন ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বললে , পুলিশ সুপার ফয়েজ আহমেদ ট্রফিক ইন্সপেক্টর ও টিএসআই কে তাৎক্ষণিক প্রত্যাহার করতে বাধ্য হন।
পৌর মেয়র দোষী দুই কর্মকর্তা কে প্রত্যাহারের ঘোষনা দিলে এবং মামলা তুলে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এর পর শহরে যান চলাচলের স্বাভাবিক গতি ফিরে আসে ।
এ সময় পৌর মেয়র ও পুলিশদের সহযোগিতা করে নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো মজিবুল আলম ফারাস হিরা , শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান ,এবং নেত্রকোনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌর প্যানেল মেয়র , ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন শেখসহ অন্যান্য কাউন্সিলগণসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা নেতৃবৃন্দদের নিয়ে পৌর মেয়র এর মধ্যস্থতায় দুর্নীতিবাজ দুই ট্রাফিক কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় পুলিশ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মত প্রকাশ করেন নেত্রকোনার সচেতন মহল এবং পৌরবাসী ধন্যবাদ জানায় মেয়রকে ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST