স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইল সাবরেজিস্ট্রি অফিসে থেকে সোমবার রেজিস্ট্রিকৃত দলিল নিখোঁজ হয়। বহু খোঁজ-খুঁজি করে দলিল না পেয়ে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল কর্মচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হলে। খোঁজা-খুঁজির একপর্যায়ে গঠনার দিন দিবাগত রাত ৯ টার সময় দলিলের নকল নবিশ (নকল লেখক) সালমার বাসা থেকে নিখুঁজ হওয়া দলিল উদ্ধার করা হয়। এ বিষয়ে নান্দাইল সাব রেজিস্ট্রি অফিসে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত অফিসে কর্মরত বেশ কয়েকজন জানান, অফিস সহায়কের বেআইনি সহযোগিতায় এই অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে। খোঁজ নিয়ে জানাযায়, দলিলটি ২০১৯ সনের এবং দলিল নাম্বার ১৭৯৪। এখন জনমনে প্রশ্ন, নিখুঁজ হওয়া দলিলের ভিতরে কোন পৃষ্ঠা পরিবর্তন হয়েছে কিনা? তা কারো জানা নেই!
রেজিস্ট্রিকৃত দলিল নিখোঁজ হওয়া ও নকল নবিশ'র বাসা থেকে রাত ৯টায় দলিল ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে গোপন কামড়ার দায়িত্বে থাকা অফিস সহকারী খুরশেদ আলম গণমাধ্যম কর্মীদের বলেন, আমি প্রতিদিনেই সকল নকল নবিশকে রেজিস্ট্রাকৃত দলিলের নকল লেখার জন্য মূলকপি দেই এবং তা বিকাল চার টার সময় বুঝে রাখি।
রেজিস্ট্রিকৃত দলিল নিখোঁজ কারি সালমা আক্তার এর সাথে ফোনকলের মাধ্যমে যোগাযোগ করলে, তিনি ফোন রিসিভ করে গণমাধ্যম কর্মীর পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দেন। পরবর্তীতে সালমা আক্তার এর মুঠো ফোনে একাধিক নাম্বার থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সাব রেজিস্টার শেখ আবদুস সামাদ আজাদ বলেন, বিষয়টি আমি শুনেছি। নকল নবিশ সালমাকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.