নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নারী সদস্যের সঙ্গে অশোভন আচরন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফি কে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। গত সোমবার (২২ জানুয়ারী) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য ৪৬০০৮১০০০১৭২৭০০২২১৪৫ নং স্বারকে রাজশাহী জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের চিঠি সূত্রে জানা গেছে, ডিএম শাফিকুল ইসলাম আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইউপি সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের গৃহ ট্যাক্স আদায়ের অনিয়ম, সরকারী বিধি মোতাবেক ট্রেড লাইসেন্স প্রদানে অনিয়ম, সরকারী নিয়ম ছাড়াই ইউনিয়ন পরিষদের গাছ নিজের লোকজনের মধ্যে নিলাম দেয়া, বিধি বহির্ভূত দোকান ঘর নির্মান করে ভাড়া দেয়া, সংরক্ষিত আসনের নারী সদস্য মেরিনা পারভীনের সাথে অশোভন আচরন করে প্রতিটি অনিয়মের টাকা নিজেই আত্মসাত করে ক্ষমতার অপব্যবহার করেন। ওই ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যরা রাজশাহী জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ইউপি চেয়ারম্যান শাফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয় ডিএম শাফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য রাজশাহী জেলা প্রশাসককে নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক সুপারিশ করেন। চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলামের কর্মকান্ড অপরাধমূলক ও ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা মোতাবেক তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশটি পালনের জন্য রাজশাহী জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসারকে আদেশ দেয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) সুমন চৌধুরী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.