সায়েমা জামান(রাবিয়া)
সুন্দর সাবলীল গোছানো বইয়ের ভাষা
আমার ভালো লাগে না মা,
শিল্প সাহিত্য একাডেমিক
সব কিছুই কেমন জানি রোবটিক,
বিব্রতকর অস্বস্তি উচ্চারণ যেখানে
সেখানে তোমার শেখানো বুলিই সঠিক।
কিন্তু তুমি কি জানো মা ?
তোমার শেখানো সুন্দর ভাষাটা
কোথাও গিয়ে গ্রহণযোগ্য হয়না।
এটাকে বিদ্যালয় বলে মা,
এখানে তোমার মতো সহজ করে
শেখানো হয়না।
এখানে ব্যাকরণ আছে
আছে কত নিয়ম -নীতি,
হার-জিত শেখানো হয় এখানে
নেই ভালোবাসা-প্রীতি।
কথায় আছে ,
মা বাবার পরে শিক্ষক গুরুজন
কিন্তু আমি বলি , তোমার মতো
ভালোবাসার শিক্ষা দেবে ক'জন।
এত নিয়মের বাধ্যতায় মা
তোমার সন্তান কোণঠাসা ,
এজন্য বোধহয় মা
জাতির এত দূর্দশা।
আজ বলতেই হয়,
তুমি আমার আদর্শ শিক্ষক
তুমি আমার মা,
তুমি ছাড়া শিক্ষা অর্জন
পাইনা পূর্ণতা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.