মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
শীতের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসের কারণে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে ঘর থেকে বের হতে পারছে না ছাত্র-ছাত্রীরা।শৈত্যপ্রবাহের কারণে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সিরাজগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী এতথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এরপর বেলা ১২টার দিকে প্রথমে প্রাথমিকে এই ছুটি ঘোষণা করা হয়। পরে দুপুর দেড়টার দিকে জেলার মাধ্যমিক স্তরের ৫৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায়, জেলার মোট ১ হাজার ৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলী বলেন, প্রচণ্ড শীতে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে কষ্ট হচ্ছে। আমি সবসময় খোঁজ রাখছি তাপমাত্রা কত ডিগ্রিতে অবস্থান করছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় জেলার সবগুলো মাধ্যমিক স্তরের (দাখিল মাদরাসাসহ) শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না কমলে ছুটি আরও বাড়বে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.