ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ "মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়" এ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এমবিএম স্যানেটারির পক্ষ থেকে বিভিন্ন গ্রামে শীত বস্ত্র হিসেবে চাদর(শাল) বিতরন করা হয়।
২২ জানুয়ারি সকালে ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম, নোয়াগাওঁ,দক্ষিণ নন্দরামপুর সহ বিভিন্ন গ্রামে ব্রাক ইউপিজি এর সার্বিক সহযোগিতায়, গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে এম.বি.এম স্যানেটারির সৌজন্যে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন এমবিএম স্যানেটারির স্বত্বাধিকারি ও উপজেলা স্যানেটারি সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ বাচ্চু মিয়া।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন ব্রাক এর প্রগ্রতি ম্যানেজার মোছাদ্দেক মিয়া,ব্রাক ইউপিজি এর শাখা ব্যবস্থাপক সুফিয়া আক্তার, উপজেলা ব্রাক একাউন্স ম্যানেজার গোলাম মোস্তফা, বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতির সভাপতি এবং নারী উদ্দ্যোক্তা ফারজানা আক্তার, ব্রাক এর কর্মসূচি সংগঠক নুরনাহার ও লাবনী চিরান, কান্দিগ্রাম, লোকমানকার কান্দি এবং সেমাইকান্দির গ্রাম সামাজিক শক্তি কমিঠির সভাপতি।
শীতার্ত গণ জানান, বিভিন্ন সংগঠন আমাদেরকে সব সময় শীত বস্ত্র হিসেবে কম্বল দেন। কিন্তু এমবিএম স্যানেটারি এবার চাদর দিয়েছে।এটা আমাদের বেশি উপকার হবে এবং এতে আমরা বেশি খুশি। বাচ্চু মিয়া জানান, এবার শীত বস্ত্র হিসেবে ভীন্ন কিছু দিতে পেরে আমারও ভাল লাগছে। অসহায়দের মুখের হাসিটুকু দেখে সত্যিই আমার মন ভরে গেছে।এ সকল সামাজিক সেবা মূকল কার্যক্রম অভ্যাহত থাকবে।
কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন, ব্রাক এর সিনিয়র টেকনিক্যাল অফিসার মাহমুদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.