ভ্রাম্যমান প্রতিনিধি : ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল এর দিকনির্দেশনা মোতাবেক সড়কে চাঁদাবাজ ও মাদকমুক্ত নান্দাইল গড়ার লক্ষে শনিবার (২০ জানুয়ারি) নান্দাইল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাহাদুরনগর গ্রামের বেপারী বাড়ির মোড় থেকে কু-খ্যাত মাদক ব্যবসায়ী ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আঃ মালেকের পুত্র কাজিম উদ্দিন (৩০)কে ২০ পিস ইয়াবার ট্যাবলেট এবং এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়। এছাড়াও ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে অটোরিকশা, সিএনজি এবং পিক-আপ গাড়ি থেকে চাঁদা উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে যৌথ অভিযান পরিচালনা করে পাছঁপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ আল আমিন (২৮), ঝালুয়া গ্রামের মোঃ ফরজুল হকের পুত্র মোঃ মাজাহারুল ইসলাম (৩০), চার আনিপাড়া গ্রামের মোঃ আবুল হাসেমের পুত্র মোঃ মামুন হাসান (২২) গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯১ ধারা মোতাবেক প্রত্যেককে এক মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.