মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের ইন্তেকাল। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে শুক্রবার রাত ৮:৩০ মিনিটের সময় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার কটিয়াদী দরগা জামে মসজিদে জোহরের নামাজের পর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের উপস্থিতিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ ইসমাইল হোসেন, কটিয়াদী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমকে কটিয়াদী দরগা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ১৯৬৫ সালে প্রথমে ইপিআর এ যোগদান করেন, পরে ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন পাক সেনাদের বিরুদ্ধে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বিডিআর এ যোগদান করেন। চাকুরি জীবন শেষে ১৯৮৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.