ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরেও ১৩ ডিসেম্বর নতুন ওসি হিসেবে যোগদান করেন মোঃ সারোয়ার জাহান।প্রায় এক মাসেই পুরষ্কৃতও হলেন তিনি।তার এক মাসের কার্যক্রমে ২০ জানুয়ারি তারিখে মাসিক কল্যান সভায় তাকে পুরষ্কুত করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপি এম(বার)।
যোগদানের পর পরই তিনি করেছেন
১১ টা মাদক মামলা এর মধ্যে ১৫ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন। এ পর্যন্ত ১২০ পিছ ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৮০ লিঃ চুলাই মদ, ৩০৫ বস্তা ইন্ডিয়ান চিনি, ১২০ বস্তা তুষ,১টি ভেকু,১ টি পালসার এবং চুরি যাওয়া ২ টি গরু উদ্ধার করেছেন বলে জানা যায়।
তিনি জানান,মাদক সহ সব ধরনের অপরাধ নির্মূলে আমার জোড়ালো ভূমিকা অভ্যাহত থাকবে।