প্রেস রিলিজ
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে হাইয়েস গাড়ীযোগে বহনকৃত ২৮ কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা হইতে কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি হাইয়েসযোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল শহরের দিকে যাইতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য ঐ এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি র্যাব টহল জোরদার করা হয়। এর প্রেক্ষিতে অদ্য ১৯/০১/২০২৪খ্রি. ০০.১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকা হইতে ০১টি সাদা রংয়ের হাইয়েস গাড়ী আটক করে। উক্ত হাইয়েস গাড়িটি তল্লাশী করে গাড়ীর ভিতর হইতে ২৮(আটাশ) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং হাইয়েস গাড়ীতে থাকা ০২জন মাদক ব্যবসায়ী ১। মোঃ বিপুল(৩০), পিতা-আঃ জলিল, ২। মোঃ খায়রুল(৪০), পিতা-মোঃ নজরুল ইসলাম, উভয় সাং-দক্ষিণ জাহাঙ্গীরপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ’দ্বয়কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে গাঁজা বিক্রয়লব্দ নগদ-১৩,০০০/-(তের হাজার) টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.