ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে নুতুন ওসি মোঃ সারোয়ার জাহান যোগদানের সাথে সাথেই জোড়ালো অভিযান চালালেন মাদক নির্মূলে।এরই ধারাবহিকতায় ১৭ জানুয়ারী বিকাল ৫ ঘটিকার সময় এসআই মাহবুবুর রহমান এর নেতৃত্বে এসআই রেহান উদ্দিন সহ কুলিয়ারচর থানার একদল পুলিশ জালাল মিয়া(৫০) ও গাজাঁ সহ কুখ্যাত মাদক কারবারি আঙ্গুর মিয়া(৬০)কে গ্রেফতার করেন।এছাড়াও আঙ্গুর মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর বিভিন্ন ধারায় ৮ টি মামলা সহ প্রায় ডজন খানেক মামলা আছে বলে জানা গেছে।আঙ্গুর মিয়া বড়খারচর গ্রামের মৃত কুদরত আলীর ছেলে এবং জালাল মিয়া মৃত সুলতাব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ৪০বছর ধরে আঙ্গুর মিয়া মাদকের ব্যবসা করে আসছেন।জেলখানা যেন তার মামার বাড়ি হয়ে গেছে।আরো জানান,গাজাঁ কি জিনিস এটা এলাকার লোকেরা জানতো না।আঙ্গুর মিয়া ধীরে ধীরে যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছরিয়ে দিয়েছে এই মাদক সেবন ও ব্যবসা। চলছে তার রমরমা বানিজ্য। আঙ্গুরের স্ত্রী সহ তার ভাই কাঞ্চন মিয়ার স্ত্রী বকুলা বেগমও গাঁজার পুটলা বেচাকেনা করে।স্থানীয়রা এও জানান, আঙ্গুরের স্ত্রী ও বকুলার কোমরে গুজা থাকে গাজাঁর পুটলা। ক্রেতারা আসে এবং ১মিনিটের মধ্যে পুটলা ও টাকার আদান প্রদান করে চলে যাই।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান বলেন,বাংলাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষনা করেছে।সেই প্রেক্ষিতেই মাদক নির্মূলে জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.