-নূরুন্নাহার-
নারী হলো সবার সেরা
সফলতায় আছে ঘেরা
সবেতে আজ নারী,
নয়তো শুধু ঘরের লক্ষী
চাঁদে চড়ে হয়ে পক্ষী
সীমিত নয় বাড়ি।
নারী শুধু নয়তো ঘরে
করছে সেবা সবার তরে
দিচ্ছে জীবন পাড়ি।
কামে কাজে দিনে রাতে
চলছে আজই একই সাথে
বাড়ি কিংবা গাড়ি।
ঘর সাজনী মায়ের জাতি
আঁধার ঘরে আলোর বাতি
নারী তুমি ধন্য,
তোমায় ঘিরে সবাই সুখী
কেউবা আবার হয় যে দুখী
শুধুই তোমার জন্য।
নারী এখন চালায় যে দেশ
নারী ত্যাগী সবেতে বেশ
চায়নি কোনো মূল্য,
পাইনি যারা সুখের দেখা
নারী বিহীন তারা একা
নাইতো নারীর তুল্য।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.