ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোরগঞ্জ সদর থানা এলাকা হতে ০১ জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৬/০১/২০২৪ খ্রি: ২১.০০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মধ্যপাড়া রেললাইনের পূর্ব পাশে মোস্তফা, পিতা- মৃত আ: রশিদ এর বাড়ীর সংলগ্ন ইটের সলিং রাস্তার পূর্ব পাশে অভিযান পরিচালনা করে আসামি মোবারক হোসেন @ রনি (২২), পিতা- আ: গণি, সাং-তাঁত পোরা, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি- সাং- যশোদল মধ্যপাড়া, (মামা) মোস্তফা, (নানা) মৃত আ: রশিদ, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৬/০১/২০২৪ খি: ২১.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।