সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গণি হত্যার বিচারের দাবি ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ডাঙ্গাচিলান গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমান গণির ছোট ভাই আফসার আলী। এসময় নিহত ওসমান গনির বাবা, স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আমার ভাইকে হাত ও পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করে মহাসিন ও তার সহযোগীরা। থানায় মামলার পর থেকেই আমাদের স্বাভাবিক চলাফেরায় বাধা এবং হুমকি দিয়ে যাচ্ছে হত্যাকারী ও তাদের সমর্থকরা।
২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও কয়েকজন আসামি জামিনে বের হয়ে গত ৯ জানুয়ারি আমার বাড়িতে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা পুলিশের সহযোগীতায় রয়েছি। এজন্য সেন্টু আলী, সাবদুল, জহুরুল, শাহীনুর রহমানরা বলেছে তোরা কতদিন পুলিশের পাহারায় থাকবি? তোর ভাইকে মেরেছি এবার তোর পুরো বংশ শেষ করে দেব।
নিহতের স্ত্রী আরজিনা বেগম বলেন, এবিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় অভিযোগ দিয়েছি। এমন পরিস্থিতিতে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। পাশাপাশি কোনো প্রভাব যেন আমার স্বামী হত্যার বিচারকে প্রভাবিত করতে না পারে সেজন্য প্রশাসন সাংবাদিকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।নিহত ওসমান গনি উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারকে সর্বাত্মক আইনী সহযোগিতা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.