মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৭০) ও ইসমাইল হোসেন (২০) নামের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে হোসেনপুর- হাজিপুর সড়কের পাগলা বাজার সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক আমির হোসেন নামের এক বৃদ্ধকে পিছন থেকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই বৃদ্ধ আমির হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে হোসেনপুর থানায় র্সোপদ করেন। অপর দিকে গত রবিবার রাতে হোসেনপুর-পুলেরঘাট সড়কের কুড়িমারা নামক স্থানে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসমাইল নামে এক যুবকে গুরুত্বর আহত হয়। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন পৃথক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.