স্টাফ রিপোর্টার ঃ বিশিষ্ট শিশুসাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল হক দাদুভাইয়ের ৮৮তম জন্মোৎসব উপলক্ষে এবার প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবীসহ ৮ গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়। গতকাল ১৪ জানুয়ারি রবিবার দাদুভাইয়ের ৮৮তম জন্মোৎসব উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ঢাকা) হল রুমে বিকাল ৩টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রফিকুল হক দাদুভাই জন্মাৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর র্লিটন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও ছড়াকার আসলাম সানি ।
দাদুভাইয়ের জন্মোৎসবে এবার ৮ গুণীজনকে সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত করেছে রফিকুল হক দাদুভাই জন্মোৎসব উদযাপন পরিষদ। পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, আব্দুর রহমান, সাহানা বেগম, আসলাম সানী, আমীরুল ইসলাম, রিফাত নিগার শাপলা, আহমেদ উল্লাহ ও আমিরুল মোমেনীন মানিক। অনুষ্ঠানে দাদুভাইয়ের স্মরণে ছড়া, কবিতা আবৃত্তি, গান পরিবেশন করা হয়। আলোচনা ও স্মৃতিচারণ শেষে আয়োজক কমিটি গুনীজনদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রফিকুল হক দাদুভাইয়ের স্ত্রী ফাতেমা হক ও কন্যা জয়ীতা হক।
এসময় দেশবরেণ্য কবি, সাহিত্যিক, ছড়াকারসহ কিশোরগঞ্জ জেগে ওঠো নরসুন্দার কবি, সাহিত্যিক ও ছড়াকারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৩৭ সালের ৮ জানুয়ারি রংপুরের কামাল কাচনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে শিশু-কিশোরদের সংগঠন চাঁদের হাট প্রতিষ্ঠা করেন। এর আগে তার পরিকল্পনায় এবং তত্ত্বাবধানে দৈনিক পূর্বদেশে ‘চাঁদের হাট’ নামে ছোটদের একটি পাতা বের হতো। তখন থেকে তিনি ‘দাদুভাই’ নামে পরিচিতি পান। রফিকুল হক দাদুভাই যুগান্তরের ফিচার এডিটর ছাড়াও ওই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে নব্বই দশকে দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। এছাড়া দৈনিক পয়গাম, দৈনিক লাল-সবুজ, আজাদে কাজ করেছেন। ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি ‘কিশোর বাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রফিকুল হক দাদুভাই ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলার আজীবন সম্মাননা, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘নিধুয়া পাথার কান্দে’ নামে একটি নাটক লিখেছিলেন তিনি, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘বর্গি এলো দেশে’, ‘একাত্তরের বিচ্ছু বশির’সহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি। বিশিষ্ট শিশুসাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল হক দাদুভাই ২০২১ সালের ১০ অক্টোবর ৮৫ বছর বয়সে রাজধানীর মুগদায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এই শিশু সাহিত্যিকের মৃত্যু দেশ হারালো এক গুণীজনকে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.