সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাতের আঁধারে শতাধিক আম্রপালির গাছ কেটেছে দুর্বৃত্তরা। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক।
উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউটিয়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। অনেক স্বপ্ন নিয়ে আম্রপালি জাতের বাগান করেছিলেন মফিজুল ইসলাম। কিন্তু ৩-৪ বছর বয়সী সাড়ে তিন শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বাগান মালিক মফিজুল ইসলাম জানান, স্থানীয় হওয়ায় সকলের সাথেই তার সুসম্পর্ক রয়েছে । কারও সাথে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না । তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় কারো সহায়তা ছাড়া একসাথে এতগুলো গাছ কেটে সাবাড় করা কারও পক্ষে সম্ভব নয়।
তিনি আরও জানান, পৌনে দুই বিঘা জমিতে লাগানো এসব আম গাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। গোদাগাড়ী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি ।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বাকিটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.