ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২০ (সাতশত বিশ) টাকাসহ ০১ (এক) জন এবং মিঠামইন থানা কর্তৃক ১০০ (একশত) লিটার দেশীয় চোলাই মদসহ ০১ (এক) জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১২/০১/২০২৪ খ্রি: ২১.২০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারপাশা সাকিনস্থ এলজিইডি ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি লাকজান লাকি (৬০), পিতা- মৃত জাহার মাষ্টার, সাং-পূর্ব তারপাশা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য ও ইয়াবা বিক্রির নগদ ৭২০ (সাতশত বিশ) টাকা উদ্ধার করে ১২/০১/২০২৪ খি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে মিঠামইন থানার এসআই (নি:) মো: মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১২/০১/২০২৪ খ্রি: ২২.৫৫ ঘটিকায় মিঠামইন থানাধীন ৪নং মিঠামইন সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: কাজল মিয়া (৪০), পিতা- হারিছ মিয়া, মাতা- রেহেনা খাতুন, সাং- ইসলামপুর, থানা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) লিটার দেশীয় চোলাই মদ নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১২/০১/২০২৪ খি: ২৩.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।