স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ—২ ( দিরাই -শাল্লা) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার নিকট
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) নিয়ে পরাজিত হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
নির্বাচন শেষে রাতে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে ড. জয়া সেনগুপ্তাকে । এই আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে (কেঞ্চি প্রতীক) নিয়ে ডক্টর জয়া সেনগুপ্তা প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৭৭৫ পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) প্রাপ্ত ভোট পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ টি।
তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্র গুলো হলো— দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও ও বাউসি এবং রফিনগর ইউনিয়নের মির্জাপুর।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.