সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে বড়ভাইকে হারিয়ে অবশেষে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন ছোট বোন ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এ আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (নৌকা)। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপি লিপি'র বড় ভাই স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম (ঈগল) পেয়েছেন ৭৪ হাজার ৬২ ভোট। এ আসনে মোট ভোটার ছিলো ৫ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। মোট ভোটকেন্দ্র ১৭৪ ও ভোট কক্ষ ছিলো ১০৭৩টি।
উল্লেখ্য,২০১৯ সালের ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এবারের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েন। ফলে ভোটের মাঠের প্রচার-প্রচারণায়ও তিনি অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে আপন বোনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলাম। আর তাকে সার্বিক সহায়তা করছেন তার চাচাতো ভাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্টরা। কিন্তু শেষ পর্যন্ত ভোট যুদ্ধে ছোট বোনের কাছে প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.