শাফায়েত নাজমুল : ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ অনুষ্ঠিত এই নির্বাচনে সার্বক্ষণিকভাবে সেনাবাহিনী , বিজিবি, পুলিশ ও আনসার বেশ সতর্ক অবস্থায় ছিলেন ৷ জেলার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি ৷ এ নির্বাচনে সাবেক ৬ এমপির মধ্যে পাঁচজনই পুনরায় নির্বাচিত হয়েছেন ৷ তারা হলেন কিশোরগঞ্জে – ১ আসনে নৌকা প্রতীকের ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি | কিশোরগঞ্জ – ২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিন ৷ কিশোরগঞ্জ -৩ আসনে জাতীয় পার্টির মহাসচিব লাঙ্গল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ৷ কিশোরগঞ্জ – ৪ আসনে নৌকা প্রতীকের বেজওয়ান আহমেদ তৌফিক | কিশোরগঞ্জ – ৫ আসনে আফজল হোসেন ও কিশোরগঞ্জ- ৬ আসনে নাজমুল হাসান পাপন বেসরকারিভাবে নির্বাচিত হন ৷ জেলা ৬টি আসনের মধ্যে কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর – হোসেনপুর) এ আসনে বেসরকারি নির্বাচিত হন দেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি | তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই বড় ভাই মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত ) মোহাম্মদ শাফায়েতুল ইসলাম ঈগল প্রতীক | তিনি পেয়েছেন ৭৪ হাজার ৬২ ভোট ৷ কিশোরগঞ্জ – ২ ( কটিয়াদী – পাকুন্দিয়া ) স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিন নির্বাচিত হয়েছেন ৷ তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট ৷ তার নিকটতম নৌকা প্রতীকের প্রতিবন্ধী পুলিশের সাবেক ডিআইজি আব্দুল কাহার আক্দ | তিনি পেয়েছেন ৬৮ হাজার ৬৯২ ভোট ৷ কিশোরগঞ্জ – ৩ (করিমগঞ্জ তাড়াইল ) এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ৷ তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট ৷ তার নিকটতম প্রতিবন্ধী মেজর অবসরপ্রাপ্ত নাসিমুল হক | তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট | কিশোরগঞ্জের – ৪ (ইটনা – মিঠামইন – অষ্টগ্রাম ) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন রেজওয়ান আহমেদ তৌফিক ৷ তিনি পেয়েছেন ৮২ হাজার ৭৪৬ ভোট ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব ৷ তিনি পেয়েছেন ১০ হাজার ৫৩৯ ভোট। কিশোরগঞ্জ – ৫ ( নিকলী – বাজিতপুর ) এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকা প্রতীকের বর্তমান এমপি আফজল হোসেন | তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৯৫ ভোট ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল ৷ তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট ৷ কিশোরগঞ্জ – ৬ ( ভৈরব – কুলিয়ারচর ) আসনে বিজয়ী হন সাবেক প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন নৌকা প্রতীক নিয়ে ৷ তিনি পেয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ১৫৫ ভোট ৷ তার নিকটতম প্রতিদ্বন্দী মোমবাতি মার্কা প্রতীকের রুবেল হোসেন | তিনি পেয়েছেন ৩ হাজার ২০৬
ভোট।