নিজস্ব প্রতিবেদক : আজ রোববার সারাদেশের মতো পাকুন্দিয়াও চলছে শান্তিপুর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, সকাল ১২ টা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার চালিয়াগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়,লক্ষিয়া উচ্চ বিদ্যালয়,সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,খামা বালিকা দাখিল মাদ্রাসার ২ টি কেন্দ্র,মিরদী ফাজিল মাদরাসা,পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুরুদিয়া উচ্চ বিদ্যালয় সহ বেশ কটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। দুই একটি কেন্দ্রে ১০/১২ জন ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। সাড়ে ১২ টা পর্যন্ত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ভোট কাস্টিং ৫৭১ টি ভোট। এই কেন্দ্রের মোট ভোটার ৪৪৩১।
এর আগে সকল সাতটার দিকে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের কেন্দ্রে ঢুকতে দেখা যায়।
শীতের সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলার নূর হোসাইনী আলিম মাদরাসা কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার একেএম শামসুল আরেফিন। তিনি বলেন,এ কেন্দ্রে মোট ভোটার ২৭৬৪। ২ঘন্টায় ১৯৩টি ভোট পড়েছে।
এ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন অফিস সুত্রে জানা যায় , কিশোরগঞ্জ-২ আসনে নৌকা নিয়ে লড়ছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট মো.সোহরাব উদ্দিন এবং ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি থেকে বহিস্কৃত নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো.আখতারুজ্জামান (রঞ্জন)। এছাড়াও এই আসনে অন্য প্রার্থীরা হলেন মাছ প্রতীকে মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), আম প্রতীকে আলেয়া (এনপিপি), টেলিভিশন প্রতীকে মো. বিল্লাল হোসেন (বিএনএফ), কবুতর প্রতীকে আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি)।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.