রবিউল আলম পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের(ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা.সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ শুক্রবার (৫জানুয়ারি) দুপুরে টঙ্গীর পাগাড় শাহসাব বাড়ি এলাকার নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
সংবাদ সম্মেলনে মছনবী হায়দার বলেন, সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বিভিন্ন আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর অন্যান্য প্রার্থী গনের মতই দলীয় ‘ফুলের মালা’প্রতীক নিয়ে প্রচারণা ও গনসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সংসদ সদস্য(বর্তমান)সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২আসন থেকে সরে দাড়িয়েছে। তবে আমাদের অন্যান্য প্রার্থীগণ নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই,আমি দলের চেয়ারম্যানের সাথে একাত্মতা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।এসময় গাজীপুর -২ সদর-টঙ্গী সংসদীয় আসনবাসীর সঙ্গে সবসময় সুখে দুখে থাকবো পূর্বেও তাদের কল্যাণে কাজ করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনী বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন।