আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মধুপুরে তৃতীয় লিঙ্গের দ্বারা পরিচালিত এ স্বপ্নজয়ী পাঠশালায় ৪৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করেন বি,জেড, এম গ্রাফিক্স এর নির্বাহী পরিচালক আপেল মাহমুদ খান। সোমবার (১জানুয়ারী) সকালে তার অর্থায়নে এই স্কুল ড্রেস বিতরণ করা হয়। জানা যায়,মধুপুরের টেকীপাড়া গ্রামে প্রতিষ্ঠিত তৃতীয় লিঙ্গ দ্বারা পরিচালিত স্বপ্ন জয়ী পাঠশালাটি পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাগরিকা নাসরিন। উক্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ও দিক-নির্দেশনা প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জুবদীল খান। এ প্রতিষ্ঠানে হতদরিদ্র পরিবারের ৪৫ জন ছেলে মেয়ে লেখাপড়া করে। এদের জন্য রয়েছে দুপুরের নাস্তার ব্যবস্থাও। স্বপ্নজয়ী এ পাঠশালায় মোট ২২ জন ছাত্র ও ২৩ জন ছাত্রী লেখা পড়া করছে। এ প্রতিষ্ঠানের কারনে এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েরা লেখা করতে পারছেন বলে জানান এলাকার লোকজন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.