অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের নন্দিত ও আলোকিত ব্যক্তিত্ব, অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, অষ্টগ্রাম উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি, শুভেচ্ছা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আধ্যাত্মিক কবি খ্যাত রফিকুল ইসলাম ভূঁইয়া(৭১) আর নেই। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, সংগঠক, আধ্যাত্মিক কবি, গীতিকার ও সুরকার। তিনি অসংখ্য কবিতা ও আধ্যাত্মিক গান রচনা করেছেন এবং অনেক গানে নিজেই সুর করেছেন। এ পর্যন্ত কবি রফিকুল ইসলাম ভূঁইয়ার চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও রয়েছে তার।
কবি রফিকুল ভুঁইয়ার মৃত্যুতে অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, শুভেচ্ছা সাহিত্য পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম সেলিম, অষ্টগ্রাম উদীচি শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি এসএম মোফাজ্জল হোসেন, অষ্টগ্রাম শিল্পকলা একাডেমীর সম্পাদক অজিত দত্ত,সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক আতাউল গণি গভীর শোক প্রকাশ করেন। তারা তার আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.