তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী কমিউটার ট্রেনের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। নিহতরা ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।
২৫ ডিসেম্বর (সোমবার) দুপুর দিকে উপজেলার শম্ভুগঞ্জ বাজারসংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ময়মনসিংহ থেকে ভৈরব এবং নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি, ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর- রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। এ সময় সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেল লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের পাশে ছিটকে পড়ে। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
এদের মধ্যে এক জনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং অন্য তিনজনকে ট্রেনের সামনের অংশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালমান রয়েছে।
এ দূর্ঘটনায় ট্রেনটি রেলক্রসিংয়ে আটকে পড়ায় সড়কের দুইপাশের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.