নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার রাণীখামার এলাকায় তাইজ উদ্দিন এর জমি দখলের চেষ্টা ও তাকে হত্যার অভিযোগ উঠেছে।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, হোসেনপুর উপজেলার রাণীখামার এলাকায় তাইজ উদ্দিন এর জমি দখলের চেষ্টা ও তাকে হত্যা করার হুমকি দিচ্ছে একই এলাকার নুর উদ্দিন গংরা।
তাদের হুমকি ও নিরাপত্তা চেয়ে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ করছেন তাইজ উদ্দিন। অভিযোগে প্রকাশ রাণীখামার এলাকার শাহেদ আলীর পুএ নুর উদ্দিন ও হুমায়ুনের পুএ শাহআলম, মোবারক,জাহেদুল,শামসুন্নাহার গংরা গত ২২ডিসেম্বর ২০২৩ তাঁরিখ রাত ৯ টা সঙ্গবন্ধ হয়ে জজকোর্টের রায়কে অমান্য করে। স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে জমি দখল করে মাটি কাটতে মেশিন ব্যবহার করে।
এ বিষয়ে প্রতিবাদ করলে নুরু গংরা তাইজ উদ্দিনকে প্রানে মেরে ফেলে দেবে বলে হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বর ইকবাল বলেন, ঘটনা সত্যি তবে আমি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলে এসেছি। এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর তাইজ উদ্দিন বাদী হয়ে হোসেনপুর থানায় অভিযোগ করছেন।