নূরুন্নাহার নূর, তাড়াইল
কিশোরগঞ্জ প্রতিনিধি:-
FK TV ‘র’ অন্যতম এডমিন মতিয়া খানম এর শুভ জন্মদিন উপলক্ষে গতকাল ২১ শে ডিসেম্বর রাত ৯ টায় রোজ বৃহস্পতিবার FK TV পেজে একটি বিশেষ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনটি পালন করা হয়। এখানে বাংলাদেশ সহ কয়েকটি দেশের সংগীত শিল্পী মতিয়া খানম এর শুভ জন্মদিনটি অত্যান্ত আনন্দের সাথে গানে গানে উদযাপন করলেন। এছাড়াও ছিলো কয়েকজন বাচ্যিক শিল্পী ও বিভিন্ন গুণীজনেরা এই বিশেষ লাইভে সরাসরি উইস করেছেন।এই দিনটা যেনো মতিয়া খানম এর জীবনে বার বার ফিরে আসে সেই কামনায় একটি জাঁকজমকপূর্ণ লাইভ অনুষ্ঠান সম্পন্ন হয়। মতিয়া খানম FK TV ‘র’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল করিম এর নিকট কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।