সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বাজিতপুরের অফিস কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরনের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর ডাকবাংলা মাঠ এর দক্ষিণ পাশে অবস্থিত সার্কেল অফিস কক্ষ উদ্বোধন করা হয়।
শত বছরের পুরোনো সার্কেল অফিসে পৌঁছালে বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এই সময় তিনি সালামি গ্রহন করেন ।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বাজিতপুর সার্কেল অফিস ঘুরে দেখেন এবং অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, নিকলী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, বাজিতপুর সার্কেল অফিসের পরিদর্শক মোহাম্মদ রুকনুজ্জামান, বাজিতপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, বাজিতপুর শহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।
বাজিতপুর সার্কেলের সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরণ পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করায় অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর-নিকলী এর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেন।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে দুই থানার সকল ইউনিটের অফিসার ও সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.