হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের সামনে এবং সদর বাজারের মূল রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করে।
নির্বাহী অফিসার আল মামুন বলেন, উপজেলা সদরের মূল রাস্তার উপর অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান আজ থেকে শুরু হয়েছে, যা আগামী সময়েও অব্যাহত থাকবে।
সুত্র জানায়, উপজেলা পরিষদ ও সদর বাজারে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও অবৈধ স্থাপনার মালিকরা তাদের স্থাপনা আকড়ে ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
ওই সব স্থাপনা সরিয়ে না নেওয়ায় শেষ পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযানের মাধ্যমে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তীব্র যানজট নিরসনের মাধ্যমে জনসাধারণের স্বাভাবিক চলাচলের সুযোগ সৃষ্টি হবে। আরও জানা যায়, , এলাকাবাসীর দাবি এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে,
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন থানা পুলিশের সহযোগিতায় রাত আটটা পর্যন্ত উক্ত অভিযান অব্যাহত রাখেন।
এতে তাড়াইলের নাগরিক সমাজের সুধীজন এই মহৎ উদ্যোগকে অভিনন্দন এবং সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.