রাজ্জাকুন্নাহার সুমী,কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচরে ঐতিহ্যবাহী সামসুদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
গত ১৩ ডিসেম্বর রোজ বুধবার এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ আফজাল হোসেন (সংসদ সদস্য, বাজিতপুর- নিকলী,কিশোরগঞ্জ - ৫)
উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেনি। তবে তার অনুমতিক্রমে অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাক আহমেদ দাদাভাই ( সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড,জেলা শাখা, কিশোরগঞ্জ)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ রফিকুল ইসলাম মিল্টন ( আইন বিষয়ক সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠন, কেন্দ্রীয় কমিটি)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান স্বপন ( চেয়ারম্যান, ৪নং সরারচর ইউনিয়ন), দিলরুবা আক্তার ( ভাইস প্রিন্সিপাল, হাজী এডভোকেট ওসমান গণি মডেল কলেজ), এম.আর. রাজিব ( সাংগঠনিক সম্পাদক, বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন), মোঃ শহিদুল ইসলাম ( ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড, জেলা শাখা, কিশোরগঞ্জ)।
উপস্থাপনায় ছিলেন, রাজ্জাকুন্নাহার সুমী ( প্রভাষক, হাজী এডভোকেট ওসমান গণি মডেল কলেজ) ও ডা. ইমতিয়াজ আহমেদ তাজ (লেকচারার, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল)।
অত্র স্কুলের ছাত্র -ছাত্রীদের পরিবেশনায় ছিল সাধারণ জ্ঞান, গল্পবলা, অভিনয় প্রতিযোগীতাসহ নাচ, গান, আবৃত্তি। এতে অংশগ্রহণ করে নার্সারী থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। পরিশেষে, কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম আকর্ষণ।
বিশেষ অতিথি ব্যারিস্টার মিল্টন বলেন, "এ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বরাবরই প্রশংসার দাবিদার। "
এছাড়া এমন আয়োজনে সন্তোষ ও বিশেষ অনুভূতি প্রকাশ করে সংশ্লিষ্ট সকলে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.